একের পর এক প্রেম, বিয়ে, বিচ্ছেদের ঘটনা ঘটিয়ে সিনে জগতের সংবাদে বারবার শিরোনাম হয়েছেন ঢালিউডের বহুল আলোচিত নায়িকা পরীমনি। কয়েক মাস থেমে থেমে পরীমনি জন্ম দিয়েছেন নিত্য নতুন ঘটনার।
গত বছর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে একাকী মায়ের জীবন কাটাচ্ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার ছবি-ভিডিও দেখে সবাই ধরেই নিয়েছিল, ভালোই ছিলেন তিনি। রোববার (১৭ নভেম্বর) রাতে হঠাৎ করে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, তিনি ফের প্রেমে পড়েছেন। সত্যিই কি প্রেমে পড়েছেন তিনি?