মেহেদী হাসান প্রান্ত : ২৮ ডিসেম্বর রোজ শনিবার বন্দর ১ নং খেয়াঘাট সংলগ্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নাসিক ২২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও লিপলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এ্যাড শাখাওয়াত হোসেন খান তার গঠনমূলক বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর হল। এ ৫৩ বছরে আওয়ামী লীগের ইতিহাস হল গণতন্ত্র ধ্বংস করার ইতিহাস। বাংলাদেশে দুর্ভিক্ষের ইতিহাস রচনা করেছে আওয়ামী লীগ। আমরা দেখেছি ১৯৭৪ সালের শেখ মুজিবের আমলে যেমন দুর্ভিক্ষ হয়েছিল ঠিক একই ভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে তারই কন্যা শেখ হাসিনা। গত ১৫ বছরে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আওয়ামী লীগের একটি ক্ষুদ্র নেতা থেকে শুরু করে খোৎ প্রধানমন্ত্রী পর্যন্ত এমনভাবে দুর্নীতি করেছে যে দুর্নীতি করতে করতে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। তারা জনগণের টাকা বিদেশে পাচার করে নিজেদেরকে বড়লোক হিসেবে জাহির করেছিল। তিনি আরও বলেন, আজকে কিন্তু সেই দিন আর নেই। শামীম ওসমান ও সেলিম ওসমান থেকে শুরু করে যারা বিদেশে কোটি কোটি টাকা পাচার করছে তাদের সব কিছুর হিসাব নেওয়া হচ্ছে। যারা জনগণের টাকা দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে তাদের বিচার এই নারায়ণগঞ্জের মাটিতে হবে। বিগত পনেরো বছর কিন্তু এই বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। একটা মসজিদ কমিটি থেকে শুরু করে স্কুল কমিটির সব জায়গায় আওয়ামী লীগ নেতাদের প্রভাব ছিল। এমন কোন জায়গা নাই যেখানে আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের নামে চাঁদাবাজি করে নাই। তারা স্কুল কলেজ থেকে শুরু করে সরকিছু দখল করে নিয়েছিল।