পপকর্ন চিবোতে চিবোতে পছন্দের সিনেমা দেখতে পছন্দ করেন অনেকেই। কিন্তু গাণ্ডেপিণ্ডে পপকর্ন গিললে সিনেমার পরে পেটে দেখা দিতে পারে বড়সড় দুর্যোগ।
তবে ভুট্টা সরাসরি খেলে কিন্তু অন্য কথা। দানা হিসাবে খেলে সেই ভুট্টাই হয়ে উঠতে পারে সুস্বাস্থ্যের খনি।