ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে অনেক সময় দেখা যায়, জামাত শুরু হয়ে গেছে। অথবা মুয়াজ্জিন নামাজের ইকামত দিচ্ছেন। এমন অবস্থায় অনেকেই দ্বিধায় পড়ে যান, সুন্নত পড়া যাবে কি না। এ সময় দেখতে হবে যে, সুন্নত পড়ার পর ইমামকে কমপক্ষে দ্বিতীয় রাকাতে পাওয়া যায় কি না। যদি এমন সম্ভাবনা থাকে তাহলে সুন্নত পড়ে তারপর জামাতে শরিক হতে পারবেন। অথবা ইমামের সঙ্গে জামাতে শরিক হয়ে নামাজ শেষ করতে হবে। এরপর সূর্যোদয় হলে সুন্নত আদায় করা যাবে।