নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় গোলাম রাব্বানী নামে এক ব্যক্তির ১ টি (এক'টি গর্ভবতী গাভী ) গরু চুরি হয়ে গেছে বলে জানা গেছে। রোববার গভীর রাতে উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রামের উপর পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গোলাম রাব্বানী ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রামের মৃৃৃত সোজার উদ্দিনের ছেলে । গোলাম রাব্বানী জানান, রোববার রাত ১০ টার দিকে রাতের খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। এরপর সোমবার সকালে ঘুম থেকে উঠে গরুটি বের করতে গিয়ে দেখেন গোয়ালে গরু নেই। গভীর রাতে গোয়াল ঘরের তালা সিকল ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়া গরুটির মূল্য ৩ লক্ষাধিক টাকা হবে বলেও দাবী করেন তিনি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে চুরি হয়ে যাওয়া গরুটি উদ্ধারের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।