সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০ টায়
গলাচিপা সরকারি কলেজ ও বেলা সাড়ে ১১টায় কালিকাপুর নুরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। স্কাউট টিম শিক্ষার্থী, বিডি ক্লিন ও রেডক্রিসেন্ট এর সদস্যদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, কালিকাপুর নুরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিন প্রমুখ। এছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।