কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালী কলাপড়ায় ৫৩ তম শীতকালীন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(০৫ ফেব্রুয়ারি)দুপুর তিনটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(অতিরিক্ত দ্বায়িত্ব) মোঃ মনিরুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণ শরীরচর্চা শিক্ষকগণ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। এ সময় তিন দিনব্যাপী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।