নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের জানালার গ্রিল কেটে সরকারী মালামাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এই চুরির ঘটনা ঘটে। চুরচক্ররা এসময় ইউনিয়ন পরিষদের টিভি মনিটর ল্যাপটপ ও প্রিন্টারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। উক্ত রাতে ডিউটি থাকা গ্রাম পুলিশ ফারুক ও আজাদ জানান, রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ডিউটিতে ছিলাম তারপর ঘুমিয়ে পড়ি। পরে কি ঘটনা হয়েছে এটা আমার জানা নেই। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল জানান,ইউনিয়ন পরিষদে রাতে গ্রাম পুলিশের ডিউটি থাকা অবস্থায় ইউনিয়ন পরিষদের পিছনের জানালার গ্রিল কেটে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় যার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের পার্সোনাল পিএস বুলেট হোসেন বলেন, বৃহস্পতিবার চেয়ারম্যান সহ পরিষদের মেম্বার ও প্রশাসনিক কর্মকর্তাসহ সকলে অফিস করে বাসায় চলে যায়। আজ শনিবার সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদে এসে অফিস খুলে দেখি সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে,পরে দেখি পিছনের জানালার গ্রিল কেটে বিভিন্ন ধরনে মালামাল চুরি করে নিয়ে গেছে চুরচক্ররা । চুরি হয়ে যাওয়া ঘটনা সচিব ও চেয়ারম্যানকে জানানো হয়। এবিষয়ে ভাঁরশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনছুর রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।