মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে:গতকাল ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ ইং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে । ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২,০১ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ডীনগণ ও পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালককে সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব প্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.শেখ শরীফুল আলম। অতঃপর,শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন),ফজলুল হক হল,লালন শাহ্ হল, খানজাহান আলী হল, ড.এম. এ.রশীদ হল,রোকেয়া হল, অমর একুশে হল,শহিদ স্মৃতি হল,কর্মচারী সমিতি, মাস্টার রোল কর্মচারী সমিতি এবং কুয়েটের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.শেখ শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) ড. মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী এস এম সাইফুর রহমান, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক আহসান হাবিব, মাস্টাররোল কর্মচারী সমিতির পক্ষে মোঃ আব্দুল হালিম। এছাড়া,দিবসটি পালন উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। আসরবাদ কেন্দ্রীয় জামে মসজিদে শহিদগণের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বার্তা প্রেরক, শাহেদুজ্জামান শেখ,পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনসংযোগ,তথ্য ও প্রকাশনা ডিভিশন,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।