প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৪:৪৫ পি.এম
সৈয়দপুরে ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সৈয়দপুরে মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ২১ ফেব্রুয়ারী বিকালে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম,গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়াজি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান,গোগনগর ইউনিয়ন জাসাস সাধারণ সম্পাদক ইয়ার হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপির মহিলাদলের সভানেত্রী পপি আক্তার। প্রীতি ফুটবল ম্যাচে সূর্য সেনা সংগঠন ও কিশোর মেলা ক্লাব দল অংশগ্রহণ করে। খেলায় সূর্যসেনা সংগঠন দল ৩-০ গোলে কিশোর মেলা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি আক্তার হোসেন তার বক্তব্য বলেন আজকে খেলায় জয় পরাজয় নেই। দুদল এক।যৌথ চ্যাম্পিয়ন। কাবাডি আমার প্রিয় খেলা।তোমরা সামনে একটা কাবাডি খেলার আয়োজন করো। আমি তোমাদের সাথে আছি। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা দুদলকে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি প্রদান করে। এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোর মেলা ক্লাবের কবির,সূর্যসেনা সংগঠনের আব্দুল মোতালেবসহ স্হানীয় যুবকরা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2025 দৈনিক আজকের বাংলাদেশ. All rights reserved.