মোঃ রকিবুল ইসলাম রিপন স্ট্যাফ রিপোর্টারঃ কুমিল্লার তিতাসে দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী (রবিবার) সকালে তিতাস প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। দৈনিক যুগান্তর পত্রিকার তিতাস উপজেলা প্রতিনিধি মো. মহসিন বিন হাবিবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি ও তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. কবির হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার হোমনা উপজেলা প্রতিনিধি ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, তিতাস প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আসলাম, সাংবাদিক শামসুদ্দিন আহাম্মেদ সাগর, সাংবাদিক এস এ ডিউক ভূইয়া, সাংবাদিক এম এ কাসেম ভুইয়া, সাংবাদিক মো. জুয়েল রানা, সাংবাদিক সজিব আহাম্মেদ, সাংবাদিক আলমগীর হোসন, আব্দুল আজিজ ও সাংবাদিক তারিকুল ইসলাম তারেক প্রমুখ।