বন্দর প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, অফিসে অগ্নিসংযোগকারী যুবলীগ নেতা রোমানকে পূর্নবাসন করার অভিযোগ উঠেছে। বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও যুবলীগ নেতা রোমানকে নিয়মিত দেখা যাচ্ছে। খোদ জেলার জাতীয়বাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি দাদা সেলিমের বিরুদ্ধে। জানা গেছে, জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে প্রতিহত করতে মিছিলে অংশগ্রহণকারী যুবলীগ নেতা ভোল পাল্টে এখন বিএনপি নেতার হয়ে গেছেন। একই সঙ্গে বন্দর থানা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য পদও পেয়েছেন। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জাকির খানের ত্যাগী নেতাকর্মী সহ স্থানীয় তৃণমূলের কর্মীরা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা রোমান বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃত্ত হয়েছেন জাকির খান গ্রুপের সেলিম ওরফে দাদা সেলিমের হাত ধরে। রোমান নাসিক ২২নং ওয়ার্ডের স্বল্পেরচক এলাকার আলী হোসেন মিয়ার ছেলে।
তিনি দাদা সেলিমের নির্দেশে স্বল্পেরচক এলাকায় জাকির খান ও দাদা সেলিমের সম্বিলিত ব্যানার লাগিয়ে অফিস খুলে বসেছেন। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, জুট ব্যবসা সহ নানান অভিযোগ রয়েছে ওই যুবলীগ নেতা রোমানের বিরুদ্ধে। তবে এসবের সব কিছুই সম্ভব হয়েছে জাকির খানের ব্যানারের মাধ্যমে এসে। যার কারণে ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাসহ পাচ্ছেনা। স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিক ২৩নং ওয়ার্ডের স্বল্পেরচক এলাকার আলী হোসেন মিয়ার ছেলে রোমান। তিনি বন্দরে যুবলীগ নেতা খান মাসুদের সক্রিয় কর্মী ছিলেন, মিটিং মিছিল, সভা ও সমাবেশেও যুবলীগ নেতা রোমানের নেতৃত্বে মিছিল নিয়ে যেতেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুষ্ঠানের কর্মসূচিতে অংশ নেওয়ার বিভিন্ন মিটিং মিছিলের ছবি প্রকাশ পেয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে বন্দরে পাড়া-মহল্লায় দেশীয় অস্ত্র-সজ্জ নিয়ে মহড়া দিয়েছেন। গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নেতাকর্মীরা গা ঢাকা দেন। কিন্তু পরবর্তী সময়ে ভোল্ট পাল্টিয়ে জাকির খান গ্রুপের দাদা সেলিমের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছে।
এছাড়াও যুবলীগ নেতা রোমান বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামিও হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বিএনপি নেতা জাকির খানের নামে অফিস খুলে যুবলীগ নেতা রোমানের অপকর্মের বিষয়ে জিকু খান জানান, জাকির খান এখনো জেলে রয়েছে, তার নামে অফিসে খুলে অপকর্ম করবে তা জানি না। এখনতো অনেকেই বিএনপিতে ঢুকে গেছে, যারা দোসর তাদেরকে সংবাদ প্রকাশ করে জনগণের সামনে নিয়ে আসেন। যুবলীগ নেতা রোমানকে পূনবার্সন করার অভিযোগ প্রসঙ্গে জেলার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি দাদা সেলিম জানান, রোমান নামে কেউ আমার লোক নয়, সে আমার জানামতে কোন কমিটিতেও নেই। আওয়ামী দোসর যারা আছে তাদের পুলিশের আওতায় আনা প্রয়োজন। আমি রোমান নামে কাউকে চিনি না বলে জানান।