প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ১:০৬ পি.এম
রিয়া গোপের নামে খান ওসমান আলী স্টেডিয়ামের নামকরণ

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নগরীর আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদলে করা হয়েছে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে ছাদে খেলার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ছয় বছরের রিয়া গোপ। সবমিলিয়ে এদিন বিভাগীয় পর্যায়ে দুটি ক্রীড়া স্থাপনা/স্টেডিয়াম, জেলা পর্যায়ে ১৬টি ও উপজেলা পর্যায়ে দুটি স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক আজকের বাংলাদেশ. All rights reserved.