সাত্তার আব্বাসী (সিরাজগঞ্জ প্রতিনিধি) সিরাজগঞ্জের এনায়েতপুরের আই সি এল বিদ্যালয়ে মঙ্গলবার (২৫মার্চ) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও হাম-নাথ ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মেহেদি হাসান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোছাঃ সাথী খাতুন। তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের জীবনের এক আবেগঘন মুহূর্ত। স্কুল জীবনের দীর্ঘ পথচলার পর আমরা এখন নতুন এক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এই প্রতিষ্ঠানের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্লাস, শিক্ষকদের ভালোবাসা ও দিকনির্দেশনা আমাদের জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে।
আমাদের গঠনমূলক মানুষ হিসেবে গড়ে তুলতে শ্রদ্ধেয় শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেননি, আমাদের নৈতিকতা, সততা ও জীবনের প্রকৃত শিক্ষা দিয়েছেন। আমরা সত্যিই কৃতজ্ঞ।
এখানে আমরা শুধু পড়াশোনা নয়, শৃঙ্খলা, বন্ধুত্ব, ভালোবাসা ও পরস্পরের প্রতি সম্মান করা শিখেছি। আজ বিদায়ের এই দিনে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং শিক্ষকদের আদর্শকে সম্মান জানিয়ে এগিয়ে যাব।
আমি আমার সহপাঠীদের বলব—এই বিদায় মানে শেষ নয়, বরং নতুন শুরুর সূচনা। আমাদের সামনে এসএসসি পরীক্ষা, আর এই পরীক্ষাই আমাদের ভবিষ্যৎ পথের প্রথম ধাপ। আমরা সবাই পরিশ্রম করব এবং আমাদের শিক্ষক ও অভিভাবকদের গর্বিত করব।
পরিশেষে, আমি আমার পক্ষ থেকে এবং আমার সহপাঠীদের পক্ষ থেকে আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন, আমরা যেন জীবনে সফল হতে পারি এবং এই প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করতে পারি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মতিন। তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই বিদায় অনুষ্ঠান একদিকে আনন্দের, অন্যদিকে আবেগের। তোমাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে চলেছে, আর সামনে অপেক্ষা করছে নতুন পথচলা।
তোমাদের মধ্যে অনেকেই ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, সরকারি কর্মকর্তা বা সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছো। এই স্বপ্নগুলো পূরণ করতে হলে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।
পরীক্ষা মানেই শুধু নম্বর অর্জন নয়, বরং এটি নিজের দক্ষতা ও যোগ্যতার পরীক্ষা। তোমাদের এই প্রস্তুতিটাই ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। তাই আত্মবিশ্বাস ধরে রেখে মনোযোগের সঙ্গে প্রস্তুতি নাও।
পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি সবসময় কৃতজ্ঞ থেকো। তারা তোমাদের সাফল্যের জন্য নিরলস পরিশ্রম করেছেন। বিদায় মানে দূরে সরে যাওয়া নয়, বরং নতুন যাত্রার শুরু। তোমাদের সাফল্যই হবে আমাদের গর্ব।
আমি দোয়া করি, তোমরা সবাই জীবনে সফল হও। সামনে থাকা এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করো এবং নিজের পরিবারের ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করো।
অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়।
পরিশেষে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।