বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা না দেওয়ায় বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিবাদ করায় নুর মোহাম্মদ মিয়াকে পিটিয়ে আহত করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে বন্দর উপজেলার চরঘাড়মোড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুর মোহাম্মদ মিয়াকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই আহত নুর মোহাম্মদ মিয়া বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ সহ আরো ৭/৮জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত হলেন মদনগঞ্জ সৈয়ালবাড়ি এলাকার শিপলু, সীমান্ত, পুনাইনগর এলাকার বাদশা মিয়ার ছেলে আরমান, টুটুল মিয়ার ছেলে ব্লাক সাব্বির, চরঘাড়মোড়া এলাকার ইমরান সহ অজ্ঞাত ৭/৮জন।
ভুক্তভোগী পরিবার জানান, এলাকার চিহ্নিত কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী শিপলু, সীমান্ত, আরমান, ব্লাক সাব্বির ও ইমরানের নেতৃত্বে ৭/৮ জনের এক দল সন্ত্রাসী বিগত ১৫ দিন পূবে আমাদের রেদওয়ান হোসিয়ারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। মঙ্গলবার ২৫ মার্চ দুপুরে পূনরায় উল্লেখিত কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা হোসিয়ারিতে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নুর মোহাম্মদকে পিটিয়ে জখম করে। এবং আমাদের ঘরে থাকা আসবাবপত্র, টিভি, ওয়াড্রবসহ বিভিন্ন মালপত্র ভাংচুর করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং আলমারি ভাঙচুর করে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল নিয়ে যায়। পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে চাহিদা মত চাঁদা না দিলে আমাদের ব্যবসা করতে দিবে না এবং হত্যার হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহত নুর মোহাম্মদকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করেন।