প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:১৯ পি.এম
বন্দরে “মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম লাঙ্গলবন্দে তীর্থযাত্রীদের স্নানোৎসব পরিদর্শন

বিশেষ প্রতিনিধিঃ-গত ৫ এপ্রিল (শনিবার) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দে অষ্টমীস্নান পরিদর্শন করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় ।মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন মাননীয় ডিআইজি, ঢাকা রেঞ্জ এ কে এম আওলাদ হোসেন ও পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জনাব প্রত্যুষ কুমার মজুমদার মাননীয় উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, "আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলিম সবাই আমরা এক, আমরা সবাই এখানে বাংলাদেশি। এখানে পুণ্য স্নানে এসে আপনারা স্নান করে পরবর্তীতে পুণ্যের সাথে জীবন যাপন করবেন।
" অতঃপর তিনি পুণ্য স্নানের জন্য বিভিন্ন ঘাট পরিদর্শন করেন এবং লাঙ্গলবন্দ অষ্টমী স্নান ২০২৫ উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন। এবারের পুণ্য স্নান সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় অন্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিভাগীয় কমিশনার, ঢাকা; মোঃ সিদ্দিকুর রহমান অতিরিক্ত ডিআইজি(অপারেশনস্), ঢাকা রেঞ্জ, ঢাকা; জনাব মোঃ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ; সেনা ক্যাম্পের সিও লেঃ কর্নেল আরমিন রাব্বি মেজর আয়াজ কানিজ ফারজানা শান্তা , জেলা আনসার কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জসহ জেলা প্রশাসন এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2025 দৈনিক আজকের বাংলাদেশ. All rights reserved.