তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনতার সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে ময়মনসিংহের ফুলপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর থানা পুলিশের আয়োজনে ৬ই এপ্রিল রবিবার বিকালে থানা হল রুমে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-যোগদানকৃত জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হাদির সভাপতিত্বে উক্ত সভায় ইভটিজিং, নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং, জুয়া, চুরি ইত্যাদি অপরাধ রোধ এবং পুলিশের বিভিন্ন সেবা বিষয়ে উপস্থিত অতিথিদের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়।
এ সময় ওপেন হাউজ ডে'তে উপস্থিত জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। থানার তদন্ত ওসি আজাহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথিসহ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান পৌর বিএনপি'র আহবায়ক আমিনুল হক, বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের ফুলপুর শাখার সভাপতি মাহাবুবুর রহমান মন্ডল সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।