মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনা জেলার বটিয়াঘাটা সাব রেজিস্ট্রার অমায়িক বাবুকে গতকাল রবিবার বিকেলে নকল নবীশ এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বটিয়াঘাটা শাখার সভাপতি মোঃ আল আমিন হাওলাদার,সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মাদ,কোষাধ্যক্ষ অনুপ কুমার রায়,গোবিন্দ,সোহানী আক্তার আদুরি,হিরক রায়, তারিকুল ইসলাম,কিশোর, আজমির হাওলাদার,লাবন্য মন্ডল,জুই,লিয়াকত আলি, কালি ঠাকুর,ঠাকুর দাস, উদয়ন মন্ডল, জয় মন্ডল, দিপ্ত,গোপি,সজল,পপি,দিপু , সাহানা আক্তার,মিনা খাতুন প্রমুখ।