মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, বটিয়াঘাটা সংবাদদাতা বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮ টায় নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ শাওন'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম,কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান,প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস,থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার,সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা,বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সিনিয়র সাংবাদিক এস এম এ ভূট্টো,কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে মনোরঞ্জন মন্ডল,নিরঞ্জন কুমার রায়,কামরুল ইসলাম, জিয়াউর রহমান জিকু, উপজেলা ভূমি অফিসের কাননগো মোঃ মাহতাব, সার্ভেয়ার মোঃ ইব্রাহীম, উপজেলা জামায়াতের বায়তুনমাল সেক্রেটারি আব্দুল কাদের গাজী, উপজেলা পরিষদের প্রসাশনিক কর্মকর্তা (এও) প্রশান্ত কুমার কুন্ডু, উপজেলা নির্বাহী অফিসারের সিএ মোঃ মনিরুজ্জামান,
উপজেলা পরিষদের সিএ হারুনুর রশীদ, এস আই মোঃ রুবেল, লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার,লোকজ কর্মকর্তা মিলন রায়, মানবাধিকার সংরক্ষণ কমিশনের সম্পাদক সরদার হাফিজুর রহমান হাফিজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে বাঙ্গালীর ঐতিহ্য পান্তা ভাত খাবারের ব্যবস্থা করা হয় । এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় পরিষদ মাঠের মঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।