সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত বৈশাখী মেলায় উঠে এসেছে ২৪‘শের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও ফিলিস্তিনে ইসরাইলে বিশ্বের সব চেয়ে জঘন্যতম ও বর্বরচিত হত্যা ও নির্যাতনের ছবি। ১লা বৈশাখ(১৪ এপ্রিল) সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন ৩-এ এ মেলার আয়োজন করা হয়। শিক্ষার্থী বিভিন্ন খাবার স্টলের পাশাপাশি ২৪ শের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও ফিলিস্তিনে ইসরাইলের বর্বরচিত হত্যা ও নির্যাতনের ছবি প্রদর্শনের কয়েকটি স্টল স্থাপন করা হয়েছে। ফলে বৈশাখের আনন্দের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও ফিলিস্তিনে ইসরাইলে বিশ্বের সব চেয়ে জঘন্যতম ও বর্বরচিত হত্যা ও নির্যাতনের চিত্র ফুটে উঠেছে।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, পহেলা বৈশাখ বাঙালির শক্তিশালী ও সমৃদ্ধ সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। হাজার বছর ধরে চর্চিত বাঙালির উদার ও মানবিক সংস্কৃতি আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে আসছে। আমাদের সংস্কৃতিই আমাদের শক্তি। তিনি আরও বলেন, ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যাপক গণহত্যায় মেতে আছে। নতুন বাংলাদেশ থেকে আমরা পৃথিবীর সকল গণহত্যাকারীকে ঘৃণা জানাই। তিনি বিশ^শান্তি কামনা করে আরও বলেন, নতুন বছর বয়ে আনুক একটি নিরাপদ ও মানবিক পৃথিবীর বার্তা। এ উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়–য়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকম-লী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহওে বিভিন্নি সড়ক ও মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন ৩-এ গিয়ে শেষ হয়। বিকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও কুষ্টিায়া হতে আমন্ত্রিত বাউল শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়াও রবীন্দ্র বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ফিলিস্তিনে গণহত্যার উপরে নির্মিত নাটিকা ‘লড়াই’ মঞ্চস্থ করা হয়। নাটকটি দর্শকদের ভূয়সী প্রশংসা লাভ করেছে।এ ছাড়া ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জর শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানের মধ্যে ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, পান্থা-ইলিশ ও জিলাপি-মুড়ি ভোজ, কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন। এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল ইসলাম, ওসি আসলাম আলী, সহকারী কমিশনার(ভূমি) মুশফিকুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কারমিন আলম। বর্ণাঢ্য শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি ও মহিষের গাড়িতে হলুদ শাড়ি ও লাল পোশাকে মেয়েরা বাহারি সাজে সেজেছিল, ছেলেরা গায়ে গেঞ্জি ও লুঙ্গী পড়ে কমড়ে গামছা হাতে লাঙ্গল পলো ও বাউল বেশে শোভাযাত্রাকে প্রাণবস্ত করে তুলেছিল। এছাড়া রবীন্দ্র বাছারিবাড়ি প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরনে কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।'