লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলায় দিনের বেলায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার(১৩ এপ্রিল) অনুমান দুপুরের দিকে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পাশে হাফিজ উল্যা দোকানের উত্তর পাশে খালি জায়গায় থেকে একটি আর.টি.আর অ্যাপাসি (ব্রূ কালার) ১৬০ সি.সি মোটরসাইকেল, যাহার রেজিষ্ট্রেশন নং লক্ষ্মীপুর-ল-১১-৫১৯২,ইঞ্জিন নং-0E4EK2400045, হুন্ডাটি সি.সি.ক্যামেরা থাকা অবস্থা হুন্ডাটি চুরি হয়।
এ বিষয়ে সচেতন মহলের অনেকেই বলছে এভাবে যদি আইনশৃঙ্খলা অবনতি হয় আর চুরি-চামারি বেড়ে যায় তাহলে আমাদের শখের মোটরসাইকেল রাখা মুশকিল হয়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি না পেলে চুরির সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, মোটরসাইকেল চুরি হওয়া একটা অভিযোগ দেখেছি। প্রযুক্তি ব্যবহার করে চোরকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।