তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ২১শে এপ্রিল সোমবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বওলা বাজারে অভিযান পরিচালনা করে দুটি মুদির দোকান সহ একটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বাজার সংলগ্ন বেকারিতে অবৈধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পণ্য উৎপাদন করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায়, খুর্শেদ আলম এর ছেলে জাহাঙ্গীর আলম(৩৬)কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
পরে সন্ধ্যায় বওলা বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে একই আইনে ৫১ ধারাই মুদি ও বীজ ব্যবসায়ী রহমত আলীর ছেলে রুহুল আমিনকে ১০ হাজার টাকা এবং গলীম খানের ছেলে আনারুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং সরকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। অভিযুক্তগণ তাৎক্ষণিক টাকা পরিশোধ করেন ।
এ সময় সাথে ছিলেন তারাকান্দা অস্থায়ী ক্যাম্পের সেনাবাহিনী ও ফুলপুর থানার পুলিশ প্রশাসনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক, মেয়াদ উত্তীর্ণ ও স্বাস্থ্যকর পরিবেশ সহ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত আইন ২০১০) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দেন। এছাড়াও দেশ ও জনগণের কল্যাণে এমন অভিযান সব সময় অব্যাহত থাকবে। জনস্বার্থে সকলকে অপরাধী জনিত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।