প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৬:১৯ পি.এম
দুর্জয়কে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সত্য ঘটনা

গত (২১ এপ্রিল) সোমবার একটি অনলাইন পত্রিকায় " অস্ত্রের মুখে কলেজ শিক্ষার্থীকে ঘর থেকে তুলে নেয় দুর্বৃত্তরা, হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার" শিরোনামে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি আমার নজরে পরে। সংবাদের একাংশে আমার বিরুদ্ধে চরমপর্যায়ে মিথ্যাচার করা হয়েছে। এতে ঘটনার মূল বিষয়টি আড়াল করে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার বিরুদ্ধে বিষোদগার করা হয়েছে। পাশাপাশি আমার এবং আমার পরিবারের সম্মানহানি করা হয়। সংবাদে বলা হয়েছে; কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. সেলিমের বসতঘরে রোববার রাত আনুমানিক তিনটার দিকে অস্ত্রধারী অজ্ঞাত পাঁচ যুবক প্রবেশ করে। অস্ত্রধারীরা সেলিম ও তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে মুখ ও হাত বেঁধে পেলে। ওই সময় ওই পাঁচ যুবক তাদের বেধড়ক মারধর করে।একপর্যায়ে চলে যাওয়ার সময় সেলিমের ছেলে মোবারক হোসেন শুভকে তুলে নিয়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে বাড়ির দরজায় শুভকে ফেলে রেখে চলে যায় দূর্বৃত্তরা। ঘটনাটিকে ভিন্ন ভাবে প্রভাবিত করতে শুভ সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক বক্তব্যে বলেন, ওই পাঁচ দূর্বৃত্তের সাথে আমার যোগসাজশ থাকতে পারে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং অপপ্রচার মাত্র। প্রকৃত সত্য ঘটনা হল, গত মঙ্গলবার স্থানীয় জল্লাদের সমাজ এলাকায় ক্রিকেট টুনামেন্ট চলছিল। আমার ভাতিজা সম্পর্কিত শুভ ওই খেলায় প্লেয়ার হিসেবে খেলতেছিল। আমি ছিলাম দর্শক। খেলা শেষে তুচ্ছ বিষয় নিয়ে শুভর সাথে আমার কথা কাটাকাটি হয়। বিষয়টি শুভ এলাকায় অনেককে জানায়। পরে স্থানীয় কয়েকজন বসে আমাদের মিলিয়ে দেন। আমরা চাচা- ভাতিজার সম্পর্ক বজায় রেখে পূর্বের মতো চলাফেরা করতে থাকি। কিন্তু শুভ তুচ্ছ বিষয়টি অন্তরে ফুঁসে রেখে আমার বিরুদ্ধে পরিকল্পনা করে এমন অপপ্রচার চালায়। প্রকৃত সত্য হল, শুভর বাড়িতে যে রাতে দূর্বৃত্তরা হানা দেয় ওই রাতে বাড়িতে আমি আমার বাবার সাথে একই খাটে ঘুমিয়ে ছিলাম। পরে ফেসবুকে আমাকে জড়িয়ে প্রচারিত সংবাদটি দেখে অবাক হই। এছাড়া পুকুরের পানি সেচ করাকে কেন্দ্র করে শুভর পরিবারের সাথে তার চাচা জসিম উদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে শুভর চাচা জসিম উদ্দিন সোমবার রাতে দূর্বৃত্তদের তাদের ঘরে পাঠিয়েছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ দেন শুভর মা ও বোন। এরপর বোল পাল্টিয়ে এলাকার কতিপয় ব্যক্তির ইন্ধনে সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে বানোয়াট তথ্য দিয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করায় শুভ ও তার পরিবার। এতে আমি ও আমার পরিবারের পারিবারিক ও রাজনৈতিক মানহানি হয়। কাজেই প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন হওয়ায় আমি এর তীব্র প্রতিবাদ করছি। নিবেদন : আমিনুল ইসলাম দূর্জয়
পিতা মো. হানিফ মোল্লা, কমলনগর,লক্ষ্মীপুর।
Copyright © 2025 দৈনিক আজকের বাংলাদেশ. All rights reserved.