আতিকুজ্জামান (শার্শা) যশোর :যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১) মোঃ আশিকুজ্জামান (২৮), পিতা-মৃত আলাউদ্দীন মন্ডল, সাং-বাগুড়ী, থানা-শার্শা, জেলা-যশোরকে ও পরোয়ানাভূক্ত আসামী ২)মোঃ আসাদুজ্জামান, পিতা-মৃত আইহার গাজী, সাং-টেংরা, থানা-শার্শা, জেলা-যশোরকে গ্রেফতার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের যথযথ পুলিশ প্রহরার বিজ্ঞ আদলতে প্রেরণের করা হয়েছে।