বিশেষ প্রতিনিধি :- বন্দর ১নং খেয়া ঘাটে ৩০ এপ্রিল বুধবার রাতে জাটকা নিধন অভিযানে মাছ বিক্রির সময় হাতে নাতে জাকির নামে এক মাছ বিক্রতাকে আটক করে ভ্রাম্যমান আদালত আইন অমান্য করার তাকে ২ হাজার টাকা জরিমানা করেন বন্দর উপজেলা নিবার্হী অফিসার মোস্তফাফিজুর রহমান পরে তিনি সাংবাদিকদের বলেন আমাদের দেশে জাটকা ধরা সম্পন্ন নিষেধ তার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ এই বন্দর ঘাট বাজারে এসে দেখি সে জাটকা বিক্রি করছে।
যা সম্পন্ন বেআইনি। তাই তাকে প্রাথমিক ভাবে ২ হাজার টাকা জরিমানা করা হয় আর সর্তক করে দেওয়া হয় যে ভবিষ্যতে কোন দিন এই নিষিদ্ধ জাটকা ধরা বা বিক্রি করলে কঠোর শাস্তি দেওয়া হবে।বলে জানান তিনি। পরে সেই জাটকা মাছ গুলোকে বন্দর জামেয়া গাউছিয়া ত্যৈয়েবিয়া তাহেরিয়া মাদরাসা ও এতিমখানা হস্তান্তর করা হয়।