মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ড্রেন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে লাশটি পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেন থেকে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৪৮ বছর। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট।
প্রাথমিকভাবে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওসি শরিফুল ইসলাম আরও জানান, ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময় ব্যক্তিটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হয়েছে। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় ও ঘটনার কারণ খতিয়ে দেখছে। স্থানীয়রা জানিয়েছেন, আগে থেকে ড্রেনে লাশ পড়ে থাকতে পারে, যা পরে স্থানীয়দের নজরে আসে। এঘটনায় পুলিশ আরও তদন্ত অব্যাহত রেখেছে।