ইয়াহিয়া খান চৌহালী সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ১নং সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে দুটি সিসি ঢালাই রাস্তা, ১ নম্বর ওয়ার্ডের একটি ইটের সলিং রাস্তা ও একটি মাটি ভরাটের রাস্তা পরিদর্শন করেছেন চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১ মে) দুপুর ১টা থেকে শুরু হয় এ পরিদর্শন কার্যক্রম। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের নয় জন মেম্বার, সংরক্ষিত মহিলা সদস্যগণ, ইউনিয়ন পরিষদের সচিব ও সংশ্লিষ্ট রাস্তার ঠিকাদার।
পরিদর্শনের সময় ইউএনও রাস্তার বিভিন্ন ত্রুটি ও নির্মাণ কাজের মানগত বিচ্যুতি তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, ত্রুটিগুলোর সমাধান না হওয়া পর্যন্ত কোনো বিল পাস করা হবে না। তিনি বলেন, “আগের দিন বাঘে খেয়েছি, জুলাই আন্দোলন এমনিতে হয়নি। কাজের গুনগত মান সঠিক না হলে বিল ছাড় করা হবে না। সরকারি টাকার শতভাগ সৎ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হবে। সরকার আমাকে বেতন দিয়ে রেখেছে উপজেলার উন্নয়নমূলক কাজ তদারকি করার জন্য। পাবলিক মানির সুষ্ঠু ও স্বচ্ছভাবে ব্যবহার হচ্ছে কিনা তা দেখার জন্য। আমার দায়িত্ব হচ্ছে ঠিকঠাক কাজ নিশ্চিত করা।”
তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষের কল্যাণের জন্য এই কাজ, আপনাদেরকেই দেখে শুনে বুঝে নিতে হবে”—এই মন্তব্যের মাধ্যমে গণমাধ্যম কর্মী ও এলাকাবাসীকে সচেতন থাকতে আহ্বান জানান।