বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ফ্যাসিস্টদের মত করে গণমাধ্যম ও সাংবাদিকদের রুটি-রুজি জীবন নিয়ে খেলবেন না। এতে করে রাজপথে আবারো ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে, যা জাতির কাছে কাম্য নয়।
৩ মে সন্ধ্যায় ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘গণমাধ্যমে ফ্যাসিস্টদের আগ্রাসন বন্ধ হোক’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্লজ্জের মত সংস্কৃতি, তথ্য ও গণপূর্ত উপদেষ্টাসহ বেশ কিছু উপদেষ্টা অতিতের ফ্যাসিস্ট সরকারের মত করে গণমাধ্যম ও সাংবাদিকদেরকে খাদের কিণারে রেখে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চাইছে। যা কোনোভাবেই বাংলাদেশের মানুষ সহ্য করবে না।
অনতিবিলম্বে দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার স্বাভাবাবিক ও ৪ সাংবাদিকের চাকুরি বহাল না করা হলে নতুনধারা বাংলাদেশ এনডিবি রাজপথে নামবে। এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় তথ্যধারার যুগ্ম আহবায়ক কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান. সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা, হরিদাস সরকার প্রমুখ।
নেতৃবৃন্দ এসময় সাংবাদিক দম্পত্তি সাগর-রুণিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিক হত্যা বন্ধে ঘাতকদের বিচার দ্রুত করুন, মিথ্যে ও ষড়যন্ত্রমূলক মামলাগুলো প্রত্যাহার করুন। তা না হলে পালানোর পথও খুঁজে পাবেন না।