ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি। ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয়েছে একটি বিশেষ সংগীত ‘তোমার সোনার তরী’। এই গানের মাধ্যমে বাংলা সাহিত্যের শিখরপুরুষকে স্মরণ করেছেন দেশের অন্যতম গীতিকার ও সুরস্রষ্টা অনুরূপ আইচ। তাঁর কথা ও সুরে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী জিন্নাহ খান এবং সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ। গানটি প্রকাশ পেয়েছে ‘জেড মিউজিক আর্ট’ ইউটিউব চ্যানেলে।
অনুরূপ আইচ, যিনি বর্তমান সময়ে সংগীতে সৃজনশীলতা ও নান্দনিকতাকে অটুট রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন, বলেন
“এই সময়েও যখন বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতার সঙ্গে আপস করা হচ্ছে, আমি চেষ্টা করছি কিছু ব্যতিক্রমী গান তৈরি করতে। তবে সেই প্রচেষ্টা তখনই বাস্তবায়ন সম্ভব হয়, যখন শিল্পী নিজে সেই ধারাকে মূল্য দেয়। জিন্নাহ খান সেই বিরল মানসিকতার একজন, যিনি শিল্পের গভীরতাকে অগ্রাধিকার দেন। তাঁর মাধ্যমে আমি আমার ভাবনার যথাযথ রূপ দিতে পারছি।”
এর আগে অনুরূপ আইচের কথায় ও সুরে ‘কাজী নজরুল’ শীর্ষক গান শ্রোতামহলে প্রশংসিত হয়েছিল। এবার তিনি রবীন্দ্রনাথকে নিয়ে রচিত গানেও সেই দর্শন ও শিল্পবোধের ধারাবাহিকতা বজায় রেখেছেন।
কণ্ঠশিল্পী জিন্নাহ খান বলেন
“আমি কেবল জনপ্রিয়তার জন্য গান করি না। চিরস্থায়ী কিছু গানের ভিত গড়ে যেতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান হয়ে থাকবে। সেই ভাবনা থেকেই কাজী নজরুল ইসলামের পর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গান করলাম। সামনে পল্লীকবি জসিম উদ্দিনকে নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে। এই ধারাবাহিকতার পেছনে মূল অনুপ্রেরণা অনুরূপ আইচ।”
উল্লেখ্য, গানটির চিত্রনির্মাণে ছিলেন পরিচালক এ. বাবুল, যিনি সংগীত ও চিত্রকল্পের সৌন্দর্য মেলবন্ধনে এনেছেন শৈল্পিক ছাপ।
‘তোমার সোনার তরী’ শুধু একটি গান নয়, বরং এটি অনুরূপ আইচের শিল্পদর্শন ও সাংস্কৃতিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি—বিশ্বকবিকে নিবেদিত এক গীতিকবিতাররূপী শ্রদ্ধার্ঘ্য।