ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।
অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে খাষকাউলিয়া ইউনিয়নের কুরর্কী গ্রামে, গৃহকর্তা আবদুল হালিমের বাড়িতে। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে তারা টের পান যে ঘরে আগুন লেগেছে। কিছু বোঝার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের সব মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে চাল, ডাল, পোশাক, আসবাবপত্র, জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। গৃহকর্তা আবদুল হালিম জানান, এতে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান চৌহালী উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. ফারুক আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং গণ অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক পারভেজ আলিম।
তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে জানান, সংগঠনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সহায়তা পৌঁছানো হবে। পাশাপাশি তারা উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান, যেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হয়।