প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৬:৫৮ এ.এম
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডিতে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার সদর মডেল থানার আওতাধীন গোগনগর এলাকার মোঃ নওসাদ (৩৮), রুবেল চৌধুরীর (৪৫) নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কুচক্রী মহল। এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ নওসাদ জানান- বেশ কিছুদিন যাবৎ Roman Roman ফেইসবুক হতে আমাকে এবং আমার চাচাত ভাই রুবেল চৌধুরীকে বিভিন্ন ভাবে ভুল তথ্য প্রচার করে হয়রানী মূলক ভাবে অপপ্রচার করে বেড়াচ্ছে।
গত ৫ মে আমরা এই বিষয়টি অবগত হয়েছি। তাই আমরা এখন এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত এবং মান সম্মান হারানোর ভয় নিয়ে দিনাতিপাত করছি। এবং আরও অপ্রতিতিকর অবস্থায় পরে যাই যখন তাদের পোষ্টের মাধ্যমে জানতে পারি আমারা না কি অনেকের টাকা বজেয়াপ্ত করেছি এবং টাকার বিনিময় এলাকায় বিচার কার্য সম্পাদন করি। এই সকল বিষয়ে আমাদের এলাকায় এখন দিনাতিপাত করা খুবই কঠিন হয়ে উঠেছে, আমরা অসহায় হয়ে পরেছি। এই সকল বিষয় যে মিথ্যা তাহার প্রমান এলাকার লোকজনের কাছে বিদ্যমান। এই সকল মিথ্যা অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে নওসাদ ও রুবেল চৌধুরী গোগনগর এক নং ওয়ার্ডের স্থানীয় ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক হিসাবে সুনাম রয়েছে। উল্লেখ্য, ফেইসবুকের Roman Roman নামের আইডিতে যে ছবি আছে সেই ব্যাক্তির নাম নোমান এবং এই আইডি সাথে তার কোন সম্পর্ক নেই বলে ফতুল্লা থানায় লিখত জানান।
Copyright © 2025 দৈনিক আজকের বাংলাদেশ. All rights reserved.