মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া ও হান্ডিমার্কেট এলাকার গ্যাসের পাঁচ শতাধিক অবৈধ সংযোগ ও সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। ১৬জুন সোমবার জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আনসার ও পুলিশসহ জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান বলেন, চিহ্নিত করা সকল অবৈধ গ্যাস সংযোগ পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হচ্ছে। গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান অব্যাহত থাকবে।