মোঃ রকিবুল ইসলাম রিপন স্ট্যাফ রিপোর্টারঃ কুমিল্লার তিতাসে পুলিশি অভিযানে ১৫পিছ ইয়াবাসহ ২জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গত ১৯জুন দিবাগত রাতে থানার এসআই (নিঃ) বিমল দাস সংগীয় অফিসার ফোর্সসহ উপজেলার শিবপুর এলাকা হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, দেবিদ্বার উপজেলার চাটখিল গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে মোঃ ওহিদুল ইসলাম (৪০) ও তিতাসের মৌটুপী গ্রামের জাহিদ হাসান সুজন (৪১)।
পুলিশ জানায়, আটককৃতদের নিজ নিজ হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এগুলো তারা সেবনের উদ্দেশ্যে রেখেছিল। আটকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।