সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাগরিক সমাবেশ সফল করতে নিজের স্ত্রীর গয়না বিক্রি করে খরচের ব্যবস্থা করেছেন এক দলের নিবেদিতপ্রাণ সমর্থক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এনসিপি নেতৃবৃন্দ আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান।
শনিবার (২১ জুন) সকাল ১১টায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. মাহিন সরকার তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে বিষয়টি প্রকাশ করেন। পোস্টে একটি হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট যুক্ত করা হয়, যেখানে এক এনসিপি সমর্থক লিখেছেন, “লিডার, বউয়ের গয়না বিক্রি করলাম। প্রোগ্রামের পোলাপানের খরচের জন্য।” জবাবে মাহিন সরকার লেখেন, “কি বলেন? ওটা ফেরত নেন। আমি ম্যানেজ করব, এখনই ফেরত নেন।”
ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, “এটা একজন এনসিপি সমর্থকের বার্তা। দেখে আমি লজ্জিত ও আবেগাক্রান্ত। আজ বেলকুচিতে আমাদের একটি বড় প্রোগ্রাম রয়েছে। অনেকেই আসতে চাচ্ছেন, কিন্তু আমাদের পরিবহন ব্যবস্থার সামর্থ্য নেই। তবুও দলের প্রতি ভালোবাসাই আমাদের এগিয়ে নিচ্ছে। ইনশাআল্লাহ আমরা ইতিহাস গড়ব।”
শনিবার বিকেল ৩টায় বেলকুচি উপজেলার আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এনসিপির নাগরিক সমাবেশ। এতে সভাপতিত্ব করছেন মো. মাহিন সরকার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আ. হান্নান মাসুদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাহিন সরকার বলেন,
“আমরা বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালিয়েছি। আমাদের এক ভক্ত স্ত্রীর গয়না বিক্রি করে সহায়তা করছেন। বিষয়টি আমাদের কৃতজ্ঞতাভরা ও দায়িত্ববোধ জাগানিয়া। তবে সমাবেশ শেষে আমরা ডোনারদের সহায়তায় তার খরচ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।”