মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো,গত ২৪ শে জুন ২০২৫ (মঙ্গলবার) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি এসময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,উপজেলা ভূমি অফিস,ডুমুরিয়া ইউনিয়ন ভূমি অফিস ও গুটুদিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শন কালে ডুমুরিয়া উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথেও এক মতবিনিময় সভা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ আক্তার হোসেন, ডুমুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন, অপ্রতিম চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি)সহ উপজেলার সরকারি দপ্তরের সকল কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। তিনি উপজেলার সাজানো, গোছানো ও পরিচ্ছন্ন কর্মকান্ড দেখে ইউএনও কে ধন্যবাদ জানান।