রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি:রাউজানের ঢেউয়াপাড়া শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শুক্রবার প্রতি বছরের ন্যায় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠান মালার হাজার হাজার নারী পুরুষ অনুষ্ঠানে অংশ নেন। রথযাত্রা উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা।
সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) নিজাম উদ্দিন, রাউজান পৌরসভার সাবেক কমিশনার রেজাউল রহিম আজম, বক্তব্য রাউজান সরকারি স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পাল, প্রবীণ শিক্ষক রাখাল চন্দ্র দে, পরিচালনা পরিষদের সহ সভাপতি অশোক পালিত, কাজল বোস, চন্দন শীল, রথযাত্রা উদযাপন পরিষদের আহবায়ক ধীলন মুহুরী, সচিব দিবাকর বোস বাবু, সেবাশ্রম কমিটির রনজিত শীল, প্রবাস চক্রবর্তী, সমীর শীল, চন্দ্র শেখর দে, বিজন চৌধুরী, বাসু পালিত, ভানু শীল, ইমন সেন, কাঞ্চন দে প্রমুখ।
এর আগে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি রথে উঠানো হয়। বিকাল চারটায় চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের জলিল নগর বাস ষ্টেশন চত্বর থেকে। শোভাযাত্রাটি পৌসভার ৯ নং ওয়ার্ড বান্যাপুকুর পাড় এলাকা প্রদক্ষিণ শেষে রথ শোভাযাত্রা রাউজান রাস বিহারী ধাম মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়।এছাড়াও রাউজানে বিভিন্ন স্থানে রথযাত্রা ও মেলার আয়োজন করা হয়।