বন্দর প্রতিনিধি : ২৭জুন ২০২৫, শুক্রবার বিকেল ৩টায়, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৫ নম্বর ওয়ার্ডের চৌড়াপাড়া এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাসিক ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: নেছার উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ মোঃ আতাউর রহমান মুকুল। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুস সবুর সেন্টু।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম মঞ্জু, মনিরুজ্জামান মনির, বন্দর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুস সোবাহান,সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদ আহমেদ টিটু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শিশু বিষয়ক সম্পাদক মো: মেজবা উদ্দিন স্বপন,
বন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ইসলাম মিয়া,নাসিক ২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বুলবুল হোসেন, নাসিক ২৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি কামাল মিয়া সহ আরো উপস্থিত ছিলেন নাসিক ২৫ নং ওয়ার্ড বিএনপি এবং অংগসংগঠনের নেতাকর্মীরা৷ আলোচনায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের বীরত্ব, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতা তুলে ধরে বলেন, তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।