নারায়ণগঞ্জ প্রতিনিধি:মডেল গ্রুপের কর্ণধার মাসুদের পক্ষ থেকে বন্দরে হাবিবনগরে জামি'আ মাদীনাতুল আবরার মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার ২৮ জুন সকাল থেকে অএ মাদ্রাসার মাঠে হাফেজ ছাত্রদের নিয়ে এ আয়োজন করা হয়।
মাদ্রাসার মুতাওয়াল্লী আলহাজ্ব সেলিম সরকার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান।
প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপের প্রথম পুরস্কার অর্জন করেন (পবিত্র ওমরাহ পালনের খরচ সমুহ) বন্দর রুপালি আবাসিক এলাকার মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার তানভীর আহমেদ আমান।
১৫ পারা গ্রুপের প্রথম পুরস্কার অর্জন করেন (৫০ হাজার টাকা) বন্দর দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার ইব্রাহিম খলিল। ৫ পারা গ্রুপের প্রথম পুরস্কার অর্জন করেন (৩০ হাজার টাকা) হরিবাড়ি আবে জমজম মাদ্রসার নাহিদ হাসান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন অএ জামি'আ মাদীনাতুল আবরার মাদ্রাসার মুহতামিম মুফতি ছগির আহমেদ।
অনুষ্ঠান আয়োজনে ছিলেন অএ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি ইসমাইল।