এম এ রাজ্জাক, নওগাঁ: নওগাঁর পোরশায় বাড়ির সিমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ সাবেক যুবলীগ নেতা রায়হান আলির হামলায় তিন নারী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার শাওর ইউনিয়নের মহাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। জানা গেছে, ওই গ্রামের মৃত আব্বাস আলি স্ত্রী সুরুত বানুর ক্রয় সূত্রে বাঁশ বাগানসহ বাড়িঘর নির্মাণ করে বসবাস ও সম্পত্তি ভোগদখল করে আসছেন।এদিকে নুরুদ্দীন ও তার ছেলে শাওর ইউনিয়নের সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান আলি একই সম্পত্তির মালিকানা দাবি করায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
ঘটনার দিন সন্ধ্যায় নুরুদ্দীন ও তার ছেলে রায়হান জোরপূর্বক ভাবে সিমানায় টাটীর বেড়া দেয়। সুরুত বানুর ছোট মেয়ে সেলিনা ও বড় মেয়ে মেরিনা তাদের বাধা দিতে গেলে নুরুদ্দীন তার ছেলে রায়হান ও তার নানি আলেয়া তাদের হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক মারপিট ও রায়হান শ্লীলতাহানি করে। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে বড় মেয়ে মেরিনার অবস্থা আশংকা জনক হওয়াই রাজশাহী হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত রায়হান আলির সাথে কথা তিনি বলেন, আমাদের সিমানায় টাটীর বেড়া দেওয়া সময় উভয় পক্ষের কথা কাটাকাটি হয়।একপর্যায়ে মারপিটও শুরু হয় এবং উভয়পক্ষের লোকজন আহত হয়। এই বলে তিনি এড়িয়ে যান। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় মঙ্গলবার সকালে সুরুত বানু বাদী হয়ে এজাহার করেছেন । দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।