প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৫:০৪ এ.এম
লামায় অবৈধভাবে উত্তোলনে বালু ড্রেজার জব্দ করেন ইউএনও মঈন উদ্দিন

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক : পার্বত্য জেলা বান্দরবানের লামায় উপজেলার পূর্ব চাম্বি,আজিজনগর এবং সরই ৪নং ওয়ার্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। মঙ্গলবার (০১জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত এসব সামগ্রী জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযানে ৫টি স্পটে তল্লাশি চালিয়ে ৬টি বালু উত্তোলনের ড্রেজার, আনুমানিক ১০০ ফিট প্লাস্টিকের পাইপ এবং আনুমানিক ৫০ ফিট হোস পাইপ জব্দ করা হয়। এছাড়াও, ৫টি ভিন্ন স্থান থেকে আনুমানিক ৩,২০,০০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে।
এই ঘটনায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবানে সহকারী পরিচালক কর্তৃক ৩টি এনফোর্সমেন্ট মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে লামা থানা পুলিশ এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় হয়েছে। ইউএনও মো. মঈন উদ্দিন প্রতিবেদক'কে জানান, লামায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার পাইপ জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়। আমাদের অভিযান আগামী'তেও অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক আজকের বাংলাদেশ. All rights reserved.