নওগাঁ প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একমাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকতায় নওগাঁর মান্দা উপজেলায় বিএনপির উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (০২ জুলাই ) বিকাল ৫ টার দিকে মান্দা উপজেলা বিএনপি কৃষক দলের কর্তৃক আয়োজনে কামারকুড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে
এসব কর্মসূচিতে ১১ টি প্রজাতির বনজ,ফলজ ও ঔষধি ৩ হাজার বৃক্ষ বিতরন করা হয়।
শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর পরিবেশে চলে নানা আয়োজন। বিকেলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতসহ তিন হাজার বৃক্ষ বিতরন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির অন্যতম সদস্য এম এ মতিন। বিশেষ অতিথি নওগাঁ জেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল, জেলা সদস্য সচিব এটি এম ফিরোজ দুলু,বিশেষ অতিথি মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,একে এম নাজমুল হক নাজু,
বিএনপির যুগ্ন আহ্বায়ক,তোফাজ্জল হোসেন টুকু, বিশেষ অতিথি মান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য,সাবেক উপজেলা চেয়ারম্যান ডা: একরামুল বারী টিপু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক চেয়ারম্যান,বেলাল হোসেন খান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান, আবুল কালাম আজাদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শামসুল ইসলাম বাদল ভাই,
মান্দা উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক, এ্যাডভোকেট,এ পি পি ও আহবায়ক কমিটির সদস্য,এ্যাড বিশ্বজিত কুমার সরকার,
উক্ত সভা সভাপতিত্ব করেন, কৃষকদলের আহবায়ক উপজেলা এমদাদুল হক সুলতান ।
উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ও মান্দা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আত্মত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। বর্তমান রাজনৈতিক সংকটে তাঁর আদর্শই গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম পাথেয় হতে পারে। তাঁরা দলীয় নেতাকর্মীদের জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্যঃ কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির অন্যতম সদস্য এম এ মতিন বক্তব্যে বলেন, ১৯৭৭ সালে সৌদি বাদশার আমন্ত্রণে প্রায় ২ লক্ষ নিম গাছ সৌদি বাদশকে উপহার দেন,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খুশি হয়ে সৌদি বাদশা বাংলাদেশ থেকে বেকার যুবক, মানব সম্পদ সৌদি আরবে কর্মসংস্থান ব্যবস্থা
চালু করেন।ঠিক সেই থেকে এখন পর্যন্ত, বাংলাদেশ থেকে সৌদি আরবে মানব সম্পদের কর্মসংস্থান চলমান রয়েছে।