মোঃ রকিবুল ইসলাম রিপন স্ট্যাফ রিপোর্টারঃকুমিল্লার তিতাসে ২০ মামলার পলাতক আসামি তিতাসের মাদক সম্রাট সাত্তারকে গ্রেফতার করেছেন তিতাস থানা পুলিশ।
কুমিল্লার তিতাস উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০টি মাদক মামলার আসামি মো: আব্দুস সাত্তার ভূঁইয়াকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছেন তিতাস থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিতাস থানার এএসআই রাজীব কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে গোলাম মাওলার জমি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাওলার পাটক্ষেতের দক্ষিণ-পূর্ব পাশে একটি টং ঘরে অভিযান চালিয়ে সাত্তার ভূঁইয়ার হেফাজত থেকে ১ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদ উল্যাহ বলেন, “আটককৃত সাত্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।