প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৩:০৩ পি.এম
বটিয়াঘাটা বারোআড়িয়া বাজার ব্যবস্হাপনা কমিটি গঠন : আহবায়ক লিটু ও সদস্য সচিব মাসুদ

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী বারোআড়িয়া বাজার ব্যবস্হাপনা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকালে স্হানীয় বাজার চত্বরে ৪নং সুরখালী ইউপি চেয়ারম্যান এস কে জাকির হোসেন লিটুর সভাপতিত্বে ও সুরখালী ইউনিয়ন ভুমি অফিসের নায়েব মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাজার কমিটির নেতৃবৃন্দ এবং স্হানীয় বিএনপি ও জামাত নেতাদের উপস্থিতিতে ১৫ সদস্য বিশিষ্ট বাজার ব্যবস্হাপনা আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত সভায় উপস্হিত সকলের সর্ব সম্মতিক্রমে ইউপি চেয়ারম্যান এস কে জাকির হোসেন লিটু কে আহবায়ক ও বিএনপি নেতা শেখ মাসুদুজ্জামান মাসুদ কে সদস্য সচিব, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান হাফিজ,ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ এনামুলসহ ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সুরখালী ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ রাশেদ কামাল,ইউনিয়ন জামাতের আমির মোঃ ইয়াছিন আরাফাত,যুবদল নেতা জুয়েল বিশ্বাস,মোঃ মুসা শেখ ,ইউপি সচিব ধীমান মল্লিক, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসমাউল শেখ,বিএনপি নেতা মেহেদী হাসান,বাজার কমিটির সাবেক সভাপতি মিলন কান্তি মল্লিক,সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আবু বক্কার গাজী, নিতীশ বরণ মন্ডল,স্থানীয় ব্যবসায়ী বিদ্যুৎ মল্লিক,অধির মন্ডল, সুভাষ মহালদার, সামিদুল ফকির,এস এম মাসুম বিল্লাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ৬ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Copyright © 2025 দৈনিক আজকের বাংলাদেশ. All rights reserved.