প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ১:২১ পি.এম
খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টান

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, "অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি"এই প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। সভায় অতিথিরা বলেন, আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উদযাপনের লক্ষ্যে খুলনা জেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উপর বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে কার্যক্রমের জন্য ২২শে জুলাই প্রথম দিন খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিবসটির উদ্বোধন র্যালি বের করা হবে।
নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ-সহ সফল মৎস্য চাষি,ব্যাক্তি,উদ্দ্যোক্তা ও প্রতিষ্ঠানের মাঝে পদক প্রদান করা হবে। ২৩ শে জুলাই দ্বিতীয় দিন খুলনার শ্রীম্প টাওয়ার,বিএফএফইএ সম্মেলন কক্ষে মৎস্যচাষি, জেলা এবং মৎস্যজীবীগণের সমন্বয়ে জেলার মৎস্য সম্পদের স্থায়ী এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২৪ শে জুলাই তৃতীয় দিন খুলনার বিএফডিসি ঘাটে জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ২৫শে জুলাই চতুর্থ দিন খুলনার আড়ংঘাটায় পুকুর, জলাশয়ের পানির ভৌত- রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।
২৬শে জুলাই পঞ্চম দিন খুলনা বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে ‘মৎস্য খাতের টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২৭শে জুলাই ষষ্ঠ দিন খুলনা বটিয়াঘাটা উপজেলা পরিষদে রচনা,কুইজ প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা (সাঁতার) অনুষ্ঠিত হবে। ২৮শে জুলাই সপ্তম দিন খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার এর সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী ও মূল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
Copyright © 2025 দৈনিক আজকের বাংলাদেশ. All rights reserved.