1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায়-আলীকদমের কৃষকরা দ্বৈত করের বোঝায় দিশেহারা না’গঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লিয়ন খান মুন্সিগঞ্জ জেলা পুলিশের এসআই প্রেসিডেন্ট পদক ভূষিত হলেন ইয়াসিন গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে মাইক্রোবাস ড্রাইভারের মৃত্যু পাপ্পুর নেতৃত্বে মিছিল নিয়ে আশার র‍্যালিতে যোগদান বন্দরে আশার র‌্যালিতে যুবদল নেতা হুমায়ূনের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান চৌহালীতে সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও: “গুনগত মানে ত্রুটি থাকলে বিল নয়” মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রূপগঞ্জে যুবদল নেতার আওয়ামী লীগের ত্রাণ বিতরণে ভিডিও ভাইরাল, পুরো এলাকায় জুড়ে আলোচনার ঝড়

সলঙ্গায় কৃষক সমাবেশ থেকে নির্বাচনী যাত্রা শুরু করলেন বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী রুহী আফজাল 

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) নির্বাচনী এলাকার ধুবিল জমিদারবাড়ির কৃতিসন্তান সাবেক এমএনএ আফজালুল হক মনি তালুকদার’র সুযোগ্য কন্যা বিশিষ্ট শিল্পপতি, জাতীয় পর্যায়ের নারী উদ্যোক্তা ও বিএনপি নেত্রী রুহী আফজাল তার জন্মভূমি সলঙ্গার ধুবিলে কৃষকদলের সমাবেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) নির্বাচনী এলাকা থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক ঘোষনা দিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেছেন।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে স্থানীয় মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধুবিল ইউনিয়ন কৃষকদল আয়োজিত এক কৃষক সমাবেশ থেকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এসময় তিনি তার সুদুরপ্রসারী অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেছেন- বিএনপি হলো কৃষকবান্ধব দল আর কৃষক হলো দেশের উন্নয়নের মুল চলিকা শক্তি । অথচ বিগত ১৭ বছর আওয়ামী লীগের অবৈধ শাসনামলে এই কৃষকদের প্রতি অমানবিক অত্যাচার করা হয়েছে। যার ফলে অনেক কৃষক তাদের জমিতে সেচের পানি না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে কৃষকরাই সবচেয়ে বেশি অবদান রেখেছে। কৃষক ছাড়া মাঠে ধান ফলবে না, ঘরে চাল উঠবে না। তাই কৃষকদের অবদান অপরিসীম। এখন সকলের একত্রিত হওয়ার সময়। তাই কারো উস্কানিতে কান না দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বিপুলভোটে বিএনপিকে জয়ী করতে হবে। নির্বাচনে জয়ী হলে অতীতের ন্যায় কৃষকদের সকল দুঃখ-কষ্ট ও সমস্যা নিরসনে কাজ করবে কৃষকবান্ধব দল বিএনপি। তিনি আরো বলেন,আমার মরহুম পিতা আফজালুল হক মনি তালুকদার এই এলাকার মানুষের জন্য আমৃত্যু জনসেবা করেছেন। আমি তার সুযোগ্য উত্তরসুরী হিসেবে এই নির্বাচনী এলাকার মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমার জনকল্যাণমুখী সামাজিক,সাংগঠনিক ও নির্বাচনী অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমার জন্মভুমি ধুবিলের মাটি থেকে কৃষকদলের সমাবেশের মাধ্যমে আমি আনুষ্ঠানিক যাত্রা শুরু করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন, আমি যেন বিএনপি দলীয় মনোনয়ন পেয়ে আমৃত্যু আপনাদের পাশে থেকে আপনাদের সেবায় কাজ করতে পারি।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কৃষকদল ঘোষিত সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৩ মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ধুবিল ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক মতিয়ার রহমান সরকার, সদস্য সচিব শাহাদত হোসেন ভুইয়া ঠান্ডু,সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক,সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার,সহসভাপতি সোলায়মান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন,যুব বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও থানা কৃষকদল নেতা আব্দুস সোবহান প্রমুখ।

এদিকে এমপি প্রার্থী রুহী আফজালকে সহস্রাধিক নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে তার প্রতিষ্ঠিত ভুইয়াগাঁতী আরআর স্পিনিং এন্ড কটন মিলে যান এবং সেখান থেকে তাকে স্বাগত জানিয়ে সভামঞ্চে নিয়ে আসেন। এসময় উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি