আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার র্যালিতে বন্দর ১নং খেয়াঘাট অটো সিএনজি শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহম্মেদ এর নেতৃত্বে মিছিল নিয়ে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার ১ মে সকাল ১০টায় বন্দর সিএনজি স্ট্যান্ড থেকে মিছিল নবীগঞ্জ কবিলের মোড়ে আবুল কাউসার আশার কার্যালয়ে মূল র্যালিতে যোগদেন। এরপর র্যালিটি কবিলের মোড় থেকে শুরু হয়ে বন্দর বাজার হয়ে বন্দর শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। পাপ্পু আহম্মেদ এর নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন, ১নং বন্দর খেয়াঘাট অটো সিএনজি শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন কবির, উপদেষ্টা হাসান সামিউজ্জামান সৈকত, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর মৃধা, সহ সভাপতি মো. রানা, সহ সভাপতি রিপন, সহ সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. রিপন, প্রচার সম্পাদক আওলাদ, ক্রীড়া সম্পাদক কবির, সদস্য কাজী স্বপন, সাগর, মোস্তফা আহম্মেদ, মাহবুব, রুহুল আমিন, মাহাবুব, লিটন, দেলোয়ার হোসেন দেলু, জাকির, জুম্মান, সজিব, সুমন, বাবুল, রিয়াদ, সুমন মুন্সি,শাহ আলম, নান্টু প্রমুক।
Leave a Reply