নওগাঁ প্রতিনিধি: ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন(IBWF) নওগাঁর বদলগাছী উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) দুপুরে বদলগাছী উপজেলা অফিসে (IBWF)’র ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করেন IBWF বদলগাছী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ ইয়াছিন আলী এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বদলগাছী উপজেলার বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জুয়েল আরমান কমিটির অন্যান্য পদে যারা স্থান পেয়েছেন, তারা হলেন সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন (ছানা) সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম সহ-সেক্রেটারি- আশিক বিন-জনি সহ-সেক্রেটারি-মোঃ রাইহান হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রব্বানী,কোষাধহ্ম্য- মোঃ হাবিবুল ইসলাম হাবিব দপ্তর সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন প্রকাশনা সম্পাদক-মোঃ শহিদুল ইসলাম প্রচার সম্পাদক- মোঃ আব্দুর রাজ্জাক সমাজ কল্যান সম্পাদক-মোঃ আবু সাঈদ ক্রিয়া সম্পাদক- মোঃ আবুল কালাম আজাদ সদস্য-মোঃ হাসানুল বান্না (তিতুমীর) এর আগে মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাজার সিন্ডিকেট ভাঁঙ্গা’র জন্য সরকারকে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নতুন করে যেন কেউ চাঁদাবাজি সহ সিন্ডিকেট তৈরী করতে না পারে, সে ব্যাপারে সরকারসহ সবাইকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে বিগত সময় সাধারণ মানুষ জিম্মি ছিলো। তাই আগামীতে আর এমনটি চলতে দেয়া যাবে না।
Leave a Reply