1. admin@dainikajker-bangladesh.com : ajkerbangladesh :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায়-আলীকদমের কৃষকরা দ্বৈত করের বোঝায় দিশেহারা না’গঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লিয়ন খান মুন্সিগঞ্জ জেলা পুলিশের এসআই প্রেসিডেন্ট পদক ভূষিত হলেন ইয়াসিন গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে মাইক্রোবাস ড্রাইভারের মৃত্যু পাপ্পুর নেতৃত্বে মিছিল নিয়ে আশার র‍্যালিতে যোগদান বন্দরে আশার র‌্যালিতে যুবদল নেতা হুমায়ূনের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান চৌহালীতে সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও: “গুনগত মানে ত্রুটি থাকলে বিল নয়” মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রূপগঞ্জে যুবদল নেতার আওয়ামী লীগের ত্রাণ বিতরণে ভিডিও ভাইরাল, পুরো এলাকায় জুড়ে আলোচনার ঝড়

রূপগঞ্জে ৩১ দফা সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের উপর হামলা আহত-১০

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৫০ বার পাঠ করা হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিয়া পরিষদের সমাবেশের যাওয়ার সময় আরেকটি পক্ষ চনপাড়ায় সেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে এ ঘটনায় জেলা সেচ্ছাসেবক দলের নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন মাহমুদ বাদী হয়ে নামীয় ২৯জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে, গত ২৫ জানুয়ারি উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে আহত নেতাকর্মীদের দেখতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় তিনি আহত নেতাকর্মীদের খোঁজ খবর নেন ও এর তীব্র নিন্দা প্রতিবাদ জানান। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া মঞ্চের নেতাকর্মীরা কেন্দ্রের ঘোষিত ৩১ দফা সমাবেশের আয়োজন করে। সমাবেশ উপলক্ষ্যে সেচ্ছাসেবকদল নেতা ইয়াসিন মাহমুদ ১৫’শ থেকে ২ হাজার নেতাকর্মী নিয়ে চনপাড়া থেকে পূর্বগ্রাম জিয়া মঞ্চের মঞ্চের সমাবেশে আসতে রওনা হয়। এসময় রাজনৈতিক বিরোধের জের ধরে সন্ত্রাসী শামীম ও তার লোকজন বাবু, ইসহাক, রানা আমির ,রাসেল, ওয়াসীম, হাসান, আইয়ুব আলী, কাউসার, শুভ, আমির হোসেন কুট্টি, আকরাম আমিনুল, সুর্যা, মোবাইল খোকন, জসিম, তানজিল, কামরুল, ওয়াসিম, পারভেজ, মনির দেওয়ান, মাসুদ, মোশারফ, দেলোয়ার, আলামিন, কালু, মাহাবুর, অনিক ঢালীসহ অজ্ঞাত ২০০/৩০০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইয়াসিন মাহমুদ ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা ইয়াসিন মাহমুদ,হোসাইন ফরাজী, মোহাম্মদ আলী ফরাজী, দেলোয়ার হোসেন, আফজাল হোসেন, বাবলু, হাসান মাহমুদ, ইদ্রিস আলীকে এলোপাথারিভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংবাদটি শেয়ার করুন
© All rights reserved © 2025
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি