রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: দক্ষিণ রাউজানের নোয়াপাড়া বানেশ্বর মহাজনের বাড়ীতে বাণী অর্চনা ও শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দিরের ৪থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।গত ২ ও ৩ ফেব্রুয়ারি ২ দিন ব্যাপী শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কীর্তন, গীতা পাঠ, মায়ের পূজা, ভোগ আরতি, পুষ্পাঅঞ্জলী প্রদান,সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ নাটিকা,প্রসাদ বিতরণ সহ বিভিন্ন মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে এক উৎসব মূখর পরিবেশে উদযাপিত হয় এই প্রতিষ্ঠা বার্ষিকী ও বাণী অর্চনা। এই সময় উৎসব প্রাঙ্গণে নারী, শিশু সহ প্রচুর ভক্তের ভিড় লক্ষ্য করা যায়।
Leave a Reply