বিশেষ প্রতিনিধি:- হাজীপুর হিযবুল রাসূল কমিটির উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে ১২ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ৪ ই ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আছর হাজীপুর বড় জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়। হাজীপুর হিযবুল রাসূল কমিটির উপদেষ্টা মোঃজাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ও আখেরি মোনাজাত পরিচালনা করে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সভাপতি আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদী আল -আদেরী। উক্ত মাহফিল এ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন হযরত মাওলানা মুফতী গাজী সিরাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মুফতি আবদুল মান্নান জালালী ঐমাহফিলের উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ৪নং মাহবুব হোসেন। বিশেষ আলোচনা করেন হযরত মাওলানা ইয়াসিন আল উয়েসী,মাওলানা মিরাজ আল কাদরী, মাওলানা আবদুল কালাম শান্তিনগরী।ঐ সময় দোয়া ও মোনাজাত এ অংশগ্রহন করেন হাজীপুর হিযবুল রাসূল কমিটির উপদেষ্টা শাহাবুদ্দীন ঢালী,বাদল ঢালী,মাসুদ রানা,আলম মিয়া হিযবুল রাসূল কমিটির সকল সদস্য বৃন্দ ঐসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply